প্রি-রেকর্ডেড ব্যাচের স্টুডেন্টদের জন্য গাইডলাইন : শুরুতেই নিজের জন্য একটা রুটিন বানিয়ে নিবেন৷ প্রতিদিন ন্যুনতম ২ ঘন্টা সময় রাখবেন নিজের জন্য৷ এর বেশি যদি সময় দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। ক্লাসের ভিডিও দেখার সময় ফোন স্ক্রল করবেন না৷ শুধু ক্লাসেই ফোকাস রাখবেন। ক্লাসের ভিডিও দেখার সময় সাথে একটা নোট প্যাড রাখবেন৷ ভিডিও দেখবেন + নোট করবেন৷ এতে পড়া মনে থাকবে এবং আপনার মাথায় সহজে নতুন শব্দ গুলো ক্যাচ হবে৷ পুরো ভিডিও দেখার পর কাজ প্রাক্টিস করবেন৷ একটু দেখবেন একটু প্রাক্টিস করবেন৷ ৩০ মিনিটের একটা ভিডিও একেবারে দেখবেন না৷ ১০ মিনিট করে দেখবেন, একটু মনে মনে রিভাইস করবেন তারপর আবার দেখবেন৷ রাতে ভিডিও গুলো নিরিবিলি পরিবেশে বা ভোরে প্রাক্টিস করার চেষ্টা করবেন৷ ক্লাস দেখার আগে অবশ্যই "বিসমিল্লাহ" বলে শুরু করবেন৷ যে বিষয় গুলো বুঝতে পারবেন না সেই প্রশ্নগুলো নোট করে Sinthia Liza পেইজে পাঠাবেন৷ এডমিন বা আমি দেখা মাত্র উত্তর করবো৷ একটু সময় লাগ্লেও অপেক্ষা করবেন৷ তাছাড়া নিজে একটু সলভ করার চেষ্টা করবেন৷ গুগল, ইউটিউব, চ্যাটজিপিটি দেখে৷ এতে আপনার জ্ঞানের পরিধি বাড়বে৷ আমরা সব সময় চেষ্টা করবো আপনাদের বেস্ট সাপোর্ট দিতে। আমাদের সাপোর্ট সম্পর্কে কোনো অভিযোগ থাকলে নির্দ্বিধায় জানাবেন আমাদের। আমরা সমাধান করার চেষ্টা করবো ইন শা আল্লাহ। তাছাড়া এই গ্রুপে আমি নিয়মিত পোস্ট করবো, ক্লাসের আপডেট দিবো বা যেকোনো আপডেট আসলে জানাবো আপনারা নিয়মিত এই গ্রুপে একবার করে ঢুঁ মেরে পোস্ট চেক করে যাবেন৷ এভাবেই আপনার জার্নি শুরু হোক আমাদের সাথে৷ আমরা আপনাদের সফলতার গল্প শুনার অপেক্ষায় ইন শা আল্লাহ।