প্রি-রেকর্ডেড ব্যাচ স্টুডেন্ট গাইডলাইন

প্রি-রেকর্ডেড ব্যাচ স্টুডেন্ট গাইডলাইন 📍
আপনার লার্নিং যাত্রা শুরু হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের মাধ্যমে। এজন্য শুরুতেই একটি নিজস্ব রুটিন তৈরি করে নিন। প্রতিদিন অন্তত ২ ঘণ্টা নিজেকে শেখার জন্য সময় দিন। যদি তার চেয়ে বেশি সময় দিতে পারেন, তাহলে আরও ভালো কিছু হবে ইন শা আল্লাহ।
যত বেশি সময় দিবেন তত বেশি এগিয়ে থাকবেন এই সেক্টরে।
ওয়েবসাইটের ভিডিও ক্লাস দেখার সঠিক নিয়ম:
1. ফোন স্ক্রল বন্ধ করে ক্লাসে পূর্ণ মনোযোগ দিন:
ক্লাসের সময় ফোকাস শুধু ভিডিওতে রাখুন।
শেখার সময় ফেসবুক স্ক্রল করলে শেখার ধারাবাহিকতা নষ্ট হয়।
2. নোট করুন:
প্রতিটি ক্লাসের সময় পাশে একটি নোটপ্যাড রাখুন। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে রাখলে মনে রাখা সহজ হবে এবং প্রয়োজনে পরে রিভিশন করতে পারবেন।
3. ভিডিও ভেঙে দেখুন:
৩০ মিনিটের ভিডিও একবারে না দেখে ১০ মিনিট করে ভাগ করে দেখুন।
প্রতিটি অংশ দেখে একটু বিরতি নিয়ে রিভাইস করুন ও অনুশীলন করুন।
4. সঠিক সময় বেছে নিন:
রাতের নিরিবিলি পরিবেশ বা ভোরবেলা শেখার জন্য সবচেয়ে উপযোগী সময়। চেষ্টা করুন এই সময়গুলোতে ক্লাস দেখতে।
5. আল্লাহর নামে শুরু করুন:
প্রতিটি ক্লাস শুরু করার আগে “বিসমিল্লাহ” বলে শুরু করুন- এটা মনোযোগে বাড়াতে সাহায্য করবে।
যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়:
প্রথমেই নিজে নিজে সমাধান করার চেষ্টা করুন।
গুগল, ইউটিউব বা চ্যাটজিপিটি ব্যবহার করে সার্চ করুন। এতে শেখার গভীরতা বাড়বে।
এরপরও সমস্যা থাকলে, বিষয়টি সুন্দরভাবে লিখে Sinthia Liza পেইজে ইনবক্স করুন।
আমাদের টিম সব সময় প্রস্তুত সাপোর্ট দেয়ার জন্য।
গ্রুপে অ্যাকটিভ থাকুন:
প্রাইভেট গ্রুপে আমরা নিয়মিত আপডেট, টিপস এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা পোস্ট করবো।
রুটিনের অংশ হিসেবে প্রতিদিন একবার করে গ্রুপে ঢুকে পোস্ট চেক করে নিন।
এতে আপনি কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস করবেন না।
সাপোর্ট ও ফিডব্যাক:
আমরা চাই আপনি সর্বোচ্চ সাপোর্ট পান।
কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে বিনা দ্বিধায় জানাতে পারেন।
আপনার মতামত আমাদের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সকলের শুভ কামনা রইলো- Leading Light টিমের পক্ষ থেকে।
আপনাদের সফলতার গল্প শোনার জন্য অপেক্ষায় আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *